হোম > সারা দেশ > ঢাকা

হাতিরপুলে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর হাতিরপুলে একটি দোকানের টিনের চাল মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আবুল হাশেম হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দোকানটির কর্মচারী আলতাফ হোসেন (৫০)।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে হাশেমকে মৃত ঘোষণা করেন।

নিহত হাশেম পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর গ্রামের আব্দুর রহমান হাওলাদারেরর ছেলে। হাতিরপুলে ‘রিপন এন্টারপ্রাইজ’ নামে একটি দোকানের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন তিনি। হাতিরপুলে একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

আহত আলতাফ হোসেন জানান, বৃষ্টি এলে টিনশেড দোকানটির চাল দিয়ে পানি পড়ে। সকালে সিমেন্ট-বালু গুলিয়ে হাশেম নিজেই টিনের চালের ওপর ওঠেন ছিদ্র বন্ধ করতে। বেশ কিছু সময় পার হয়ে গেলেও হাশেম নিচে নেমে না আসায় আলতাফ হোসেন চালের ওপর ওঠার চেষ্টা করেন। একটু ওপরে উঠেই দেখেন চালের ওপর অচেতন অবস্থায় পড়ে আছেন আবুল হাশেম। তখন তিনিও বিদ্যুতায়িত হয়ে সেখান থেকে নিচে পড়ে যান। দেখতে পেয়ে আশপাশের দোকানদারেরা হাশেমকে চালের ওপর থেকে নিচে নামান। এরপর হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি থানার পুলিশকে জানানো হয়েছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ