হোম > সারা দেশ > ঢাকা

হাতিরপুলে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর হাতিরপুলে একটি দোকানের টিনের চাল মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আবুল হাশেম হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দোকানটির কর্মচারী আলতাফ হোসেন (৫০)।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে হাশেমকে মৃত ঘোষণা করেন।

নিহত হাশেম পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর গ্রামের আব্দুর রহমান হাওলাদারেরর ছেলে। হাতিরপুলে ‘রিপন এন্টারপ্রাইজ’ নামে একটি দোকানের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন তিনি। হাতিরপুলে একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

আহত আলতাফ হোসেন জানান, বৃষ্টি এলে টিনশেড দোকানটির চাল দিয়ে পানি পড়ে। সকালে সিমেন্ট-বালু গুলিয়ে হাশেম নিজেই টিনের চালের ওপর ওঠেন ছিদ্র বন্ধ করতে। বেশ কিছু সময় পার হয়ে গেলেও হাশেম নিচে নেমে না আসায় আলতাফ হোসেন চালের ওপর ওঠার চেষ্টা করেন। একটু ওপরে উঠেই দেখেন চালের ওপর অচেতন অবস্থায় পড়ে আছেন আবুল হাশেম। তখন তিনিও বিদ্যুতায়িত হয়ে সেখান থেকে নিচে পড়ে যান। দেখতে পেয়ে আশপাশের দোকানদারেরা হাশেমকে চালের ওপর থেকে নিচে নামান। এরপর হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি থানার পুলিশকে জানানো হয়েছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা