হোম > সারা দেশ > মাদারীপুর

কুম্ভমেলায় পুলিশের ওপর হামলা জুয়াড়িদের, ৩০ রাউন্ড গুলি ছিনতাই

মাদারীপুর প্রতিনিধি

রাজৈরে কুম্ভমেলায় পুলিশের ওপর জুয়াড়িদের হামলা। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের রাজৈরে কুম্ভমেলায় পুলিশের শটগানের ৩০ রাউন্ড গুলি ছিনতাইয়ের ২৪ ঘণ্টা পর তা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা করেছে। আজ শুক্রবার ভোরে উপজেলার কদমবাড়ীর কুম্ভমেলার পাশে একটি মন্দির থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার গণেশ পাগলের সেবাশ্রমের কুম্ভমেলা মাঠে সাদা পোশাকে জুয়ার আসরে দায়িত্ব পালন করেন পুলিশ সদস্য মেহেদি হাসান ও জুবায়ের হাসান। বিষয়টি টের পেলে জুয়াড়িদের সঙ্গে পুলিশের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে জুয়াড়িরা পুলিশ সদস্য মেহেদি হাসানের সঙ্গে থাকা শটগানের ৩০ রাউন্ড গুলি নিয়ে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় ওই দিন বিকেলে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে মাদারীপুর পুলিশ লাইনসে নেওয়া হয়।

পরে পুলিশের একটি দল ছিনতাই হওয়া গুলি উদ্ধারে নামলে আজ ভোরে উপজেলার কমদবাড়ীর কুম্ভমেলার পাশের একটি মন্দির থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জানা যায়, গত বুধবার সকাল থেকে রাজৈর উপজেলার কদমবাড়ীতে শত বছরের ঐতিহ্যবাহী গণেশ পাগলের কুম্ভমেলা শুরু হয়। মেলাটি প্রতিবছর একটি অসাধু চক্র জুয়া ও মাদকের আড্ডাখানায় পরিণত করে তোলে।

নাম না প্রকাশের শর্তে স্থানীয় কয়েকজন জানান, গণেশ পাগলের কুম্ভমেলার মূল মাঠের মধ্যেই ছোট-বড় ২০টির মতো সারি সারি জুয়ার আসর বসানো হয়েছে। এখানে লোকজন খেলতে এসে টাকা-পয়সা হারাচ্ছেন।

এ ছাড়া মেলায় প্রকাশ্যে চলে গাঁজা সেবন-বিক্রি, পুতুল নাচ ও যাত্রাপালার নামে অশ্লীল নৃত্য। এগুলো বন্ধ না হলে সমাজে অবক্ষয় নেমে আসবে। তাই মেলা থেকে এগুলো বন্ধের দাবি জানান তাঁরা।

জানতে চাইলে কদমবাড়ী গণেশ পাগল সেবাশ্রমের সভাপতি মিরণ বিশ্বাস বলেন, ‘জুয়ার আসর বসার ব্যাপারে কমিটি কিছু জানে না। তা ছাড়া আমরা যতবার জেনেছি, পুলিশের মাধ্যমে তা ভেঙে দিয়েছি।’

রাজৈরে কুম্ভমেলায় পুলিশের ওপর জুয়াড়িদের হামলা। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, শটগানের ৩০ রাউন্ড বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে একটি মামলা করা হচ্ছে। তা ছাড়া মেলায় মাদক ও জুয়ার বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ