হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বিল থেকে জোড়া মরদেহ উদ্ধার

প্রতিনিধি, গাজীপুর

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে পানিতে ভাসমান দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কোনাবাড়ী থানার পুলিশ। গতকাল বুধবার রাতে কোনাবাড়ী থানার আমবাগ পূর্বপাড়া এলাকায় তুরাগ নদের পার্শ্ববর্তী বিলের ইটভাঁটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

আনুমানিক ৪৫ ও ৩০ বছর বয়সের নিহত ওই দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, বুধবার রাতে মাছ শিকার করতে কয়েক ব্যক্তি তুরাগ নদের পার্শ্ববর্তী ওই ইটভাঁটি এলাকায় যান। আমবাগ পূর্বপাড়া এলাকায় একটি বিল পাশের তুরাগ নদের সঙ্গে মিশেছে। এ সময় সেখানে পাশাপাশি দুটি লাশ পানিতে ভাসতে দেখেন তাঁরা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে অর্ধগলিত লাশ দুটি উদ্ধার করে। 

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্তত এক সপ্তাহ আগে তাঁদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তাঁদের পরিচয় উদ্ধার করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মাকসুদে রহমান আজ বৃহস্পতিবার সকালে জানান, মরদেহগুলো পচে যাওয়ায় তাঁদের আঙুলের যথাযথ ছাপ নেওয়া সম্ভব হয়নি। তার পরও তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট