হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বিল থেকে জোড়া মরদেহ উদ্ধার

প্রতিনিধি, গাজীপুর

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে পানিতে ভাসমান দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কোনাবাড়ী থানার পুলিশ। গতকাল বুধবার রাতে কোনাবাড়ী থানার আমবাগ পূর্বপাড়া এলাকায় তুরাগ নদের পার্শ্ববর্তী বিলের ইটভাঁটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

আনুমানিক ৪৫ ও ৩০ বছর বয়সের নিহত ওই দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, বুধবার রাতে মাছ শিকার করতে কয়েক ব্যক্তি তুরাগ নদের পার্শ্ববর্তী ওই ইটভাঁটি এলাকায় যান। আমবাগ পূর্বপাড়া এলাকায় একটি বিল পাশের তুরাগ নদের সঙ্গে মিশেছে। এ সময় সেখানে পাশাপাশি দুটি লাশ পানিতে ভাসতে দেখেন তাঁরা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে অর্ধগলিত লাশ দুটি উদ্ধার করে। 

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্তত এক সপ্তাহ আগে তাঁদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তাঁদের পরিচয় উদ্ধার করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মাকসুদে রহমান আজ বৃহস্পতিবার সকালে জানান, মরদেহগুলো পচে যাওয়ায় তাঁদের আঙুলের যথাযথ ছাপ নেওয়া সম্ভব হয়নি। তার পরও তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ