শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে পঞ্চমবারের মতো আন্তবিশ্ববিদ্যালয় চিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ‘বক্স অব ফ্রেম’ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই প্রদর্শনী প্রতিযোগিতায় মোবাইল, ডিএসএলআর এবং নারী ও কৃষি ফটোগ্রাফি—তিনটি বিভাগে ১৩৭টি ছবি প্রদর্শিত হয়েছে।
ডিএসএলআর ফটোগ্রাফি বিভাগে প্রথম হয়েছেন বনবীর দাস, দ্বিতীয় হয়েছেন তাফায়েল আহমেদ এবং তৃতীয় হয়েছেন এম এস কে বাধন। মোবাইল ফটোগ্রাফি বিভাগে প্রথম আরিফ শাহরিয়ার রাফি, দ্বিতীয় নেয়ামুল ইসলাম, তৃতীয় আকাশ খান। নারী ও কৃষি ফটোগ্রাফি বিভাগে প্রথম নেয়ামুল ইসলাম, দ্বিতীয় এম এস কে বাধন, তৃতীয় ফারজানা মরিয়ম মীম।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটির প্রধান পরামর্শক অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, ফার্মিং ফিউচার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কার্যনির্বাহী পরিচালক মো. আরিফ হোসাইন।