হোম > সারা দেশ > ঢাকা

অস্ত্র মামলায় কুবি ছাত্রলীগ নেতার ১২ বছরের দণ্ড

কুবি প্রতিনিধি

বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ আটকের ঘটনায় দায়ের করা মামলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস মিয়া ওরফে ইলিয়াস হোসেন সবুজের ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার কুমিল্লার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী (এপিপি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে এই রায় ঘোষণা করা হয়। এ সময় আসামি ইলিয়াসের উপস্থিত ছিলেন না। রায়ে কোনো অর্থদণ্ড দেওয়া হয়নি। শুধুমাত্র ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ এপ্রিল বেলা ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ময়নামতি শালবন বিহারের একটি পিকনিক স্পট থেকে তাকে আটক করে র‍্যাব-১১ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানার র‍্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করে।

উল্লেখ্য, ইলিয়াস মিয়া ওরফে ইলিয়াস হোসেন সবুজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। তিনি ২০১৭ সালের ২৮ মে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পান। সর্বশেষ ২০২৩ সালের ৬ মার্চ মেয়াদোত্তীর্ণ ইলিয়াস-মাজেদ কমিটি বিলুপ্ত করা হয়।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে