হোম > সারা দেশ > ঢাকা

বিস্ফোরক আইনে মামলা: হাইকোর্টে জামিন পেলেন ২ শিশুর কারাবন্দী মা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর কোতোয়ালি থানায় করা মামলায় জামিন পেয়েছেন কারাবন্দী হাফসা আক্তার।

বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ আজ বুধবার রুলসহ তাঁকে জামিন দেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। এ ছাড়া মায়ের জামিন আবেদনের শুনানি থাকায় দাদির সঙ্গে আদালতে আসে হাফসার দুই শিশুসন্তানও।

জানা যায়, বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে গত বছরের ২০ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। পরে ভিডিও ফুটেজ দেখে ২৬ নভেম্বর হাফসাকে গ্রেপ্তার করা হয়। নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

দুই শিশুর বাবা আবদুল হামিদ ভূঁইয়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে হামিদের বাবা আবদুল হাই ভূঁইয়া জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বলেন, ‘তাঁর ছেলেকে না পেয়ে ছেলের স্ত্রী হাফসাকে তুলে নিয়ে যায় পুলিশ। হাফসা রাজনীতির সঙ্গে জড়িত নন।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন