হোম > সারা দেশ > ঢাকা

বিস্ফোরক আইনে মামলা: হাইকোর্টে জামিন পেলেন ২ শিশুর কারাবন্দী মা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর কোতোয়ালি থানায় করা মামলায় জামিন পেয়েছেন কারাবন্দী হাফসা আক্তার।

বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ আজ বুধবার রুলসহ তাঁকে জামিন দেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। এ ছাড়া মায়ের জামিন আবেদনের শুনানি থাকায় দাদির সঙ্গে আদালতে আসে হাফসার দুই শিশুসন্তানও।

জানা যায়, বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে গত বছরের ২০ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। পরে ভিডিও ফুটেজ দেখে ২৬ নভেম্বর হাফসাকে গ্রেপ্তার করা হয়। নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

দুই শিশুর বাবা আবদুল হামিদ ভূঁইয়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে হামিদের বাবা আবদুল হাই ভূঁইয়া জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বলেন, ‘তাঁর ছেলেকে না পেয়ে ছেলের স্ত্রী হাফসাকে তুলে নিয়ে যায় পুলিশ। হাফসা রাজনীতির সঙ্গে জড়িত নন।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু