হোম > সারা দেশ > ঢাকা

বিস্ফোরক আইনে মামলা: হাইকোর্টে জামিন পেলেন ২ শিশুর কারাবন্দী মা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর কোতোয়ালি থানায় করা মামলায় জামিন পেয়েছেন কারাবন্দী হাফসা আক্তার।

বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ আজ বুধবার রুলসহ তাঁকে জামিন দেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। এ ছাড়া মায়ের জামিন আবেদনের শুনানি থাকায় দাদির সঙ্গে আদালতে আসে হাফসার দুই শিশুসন্তানও।

জানা যায়, বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে গত বছরের ২০ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। পরে ভিডিও ফুটেজ দেখে ২৬ নভেম্বর হাফসাকে গ্রেপ্তার করা হয়। নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

দুই শিশুর বাবা আবদুল হামিদ ভূঁইয়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে হামিদের বাবা আবদুল হাই ভূঁইয়া জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বলেন, ‘তাঁর ছেলেকে না পেয়ে ছেলের স্ত্রী হাফসাকে তুলে নিয়ে যায় পুলিশ। হাফসা রাজনীতির সঙ্গে জড়িত নন।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে