হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু, পুলিশের ধারণা আত্মহত্যা

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বনানী এলাকায় ট্রেনে কাটা পড়ে নুরে আলম সিদ্দিক (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বনানী মাছরাঙ্গা টেলিভিশন সেন্টার-সংলগ্ন বিপরীত পাশের রেললাইনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

নুরে সিদ্দিক নওগাঁ জেলার বদলগাছী উপজেলার প্রধান কুণ্ডি গ্রামের আমিনুল ইসলামের (মৃত) ছেলে। গাজীপুরের টঙ্গীর ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি। 

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান, গত রাত ১০টার দিকে মাছরাঙা টিভি সেন্টারের বিপরীত পাশের রেললাইন থেকে ওই ছাত্রের মৃতদেহটি উদ্ধার করা হয়। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবু বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। 

এদিকে নুরে সিদ্দিকের ভগ্নিপতি মো. ফরহাদ হোসেন জানান, টঙ্গীর ইন্টারন্যাশনাল নার্সিং কলেজে (ডিপ্লোমা নার্সিং) ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন নুর। এলাকায় একটি মেসে থাকতেন। গতকাল বিকেল ৪টার দিকে ঘুরতে যাওয়ার কথা বলে বের হন। বের হওয়ার আগে ব্যবহৃত মোবাইল ফোনের সিম কার্ডটি খুলে অন্য একটি ফোনে ভরে মেসে রেখে যান। রাতে পুলিশের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানতে পারেন। 

আত্মহত্যাই যদি করে থাকেন, তাহলে এর পেছনে কী কারণ থাকতে পারে, সে ব্যাপারে কিছু বলতে পারেননি স্বজনেরা। দুই ভাইবোনের মধ্যে নুর সিদ্দিক ছিলেন সবার ছোট।

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

মোহাম্মদপুরে ভোরবেলা পিকআপে করে স্বর্ণের দোকানে লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ