হোম > সারা দেশ > ঢাকা

অস্ত্রসহ মোস্ট ওয়ান্টেড রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া থেকে অস্ত্র-গুলিসহ মোস্ট ওয়ান্টেড রোহিঙ্গা সন্ত্রাসী সৈয়দুল আমিনকে (১৮) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ এর পশ্চিম এলাকা থেকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করে এপিবিএন-১৪ এর একটি টিম।

গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে দেশীয় তৈরি রিভলবার ও আট রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তার হওয়া ওই রোহিঙ্গা সন্ত্রাসী হলেন, রকিম গ্রুপের টাইগার ইউনিটের প্রধান এবং উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই/২ এর মো. নাজেরের ছেলে সৈয়দুল আমিন। 

এ বিষয়ে এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মাদ জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় তৈরি রিভলবার ও আট রাউন্ড গুলিসহ মোস্ট ওয়ান্টেড ‘আরসা’ এর রকিম গ্রুপের ‘গান’ শাখার প্রধান অস্ত্র চালনাকারী সৈয়দুল আমিনকে গ্রেপ্তার করেছে এপিবিএন-১৪ এর একটি টিম। সৈয়দুল আমিন মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ একাধিক অভিযান চালিয়েছে।

মোহাম্মাদ জিয়াউল বলেন, রকিম গ্রুপের এই সৈয়দুল আমীন ও লালুরা মিলে রোহিঙ্গা ক্যাম্পে টাইগার ইউনিটের ‘গান’ গ্রুপ কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ ছাড়াও এই গ্রুপের নেতৃত্বে শীর্ষ রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এই মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর রোহিঙ্গা ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ