হোম > সারা দেশ > ঢাকা

অস্ত্রসহ মোস্ট ওয়ান্টেড রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া থেকে অস্ত্র-গুলিসহ মোস্ট ওয়ান্টেড রোহিঙ্গা সন্ত্রাসী সৈয়দুল আমিনকে (১৮) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ এর পশ্চিম এলাকা থেকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করে এপিবিএন-১৪ এর একটি টিম।

গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে দেশীয় তৈরি রিভলবার ও আট রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তার হওয়া ওই রোহিঙ্গা সন্ত্রাসী হলেন, রকিম গ্রুপের টাইগার ইউনিটের প্রধান এবং উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই/২ এর মো. নাজেরের ছেলে সৈয়দুল আমিন। 

এ বিষয়ে এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মাদ জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় তৈরি রিভলবার ও আট রাউন্ড গুলিসহ মোস্ট ওয়ান্টেড ‘আরসা’ এর রকিম গ্রুপের ‘গান’ শাখার প্রধান অস্ত্র চালনাকারী সৈয়দুল আমিনকে গ্রেপ্তার করেছে এপিবিএন-১৪ এর একটি টিম। সৈয়দুল আমিন মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ একাধিক অভিযান চালিয়েছে।

মোহাম্মাদ জিয়াউল বলেন, রকিম গ্রুপের এই সৈয়দুল আমীন ও লালুরা মিলে রোহিঙ্গা ক্যাম্পে টাইগার ইউনিটের ‘গান’ গ্রুপ কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ ছাড়াও এই গ্রুপের নেতৃত্বে শীর্ষ রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এই মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর রোহিঙ্গা ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ