হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় পূর্বশত্রুতার জেরে একজন নিহত, আহত ৫ 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় নির্বাচনের পূর্বশত্রুতার জেরে একজন নিহত হয়েছেন। আজ রবিবার উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পাঁচজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তি গৌরীপুর গ্রামের মৃত আয়দার আলী মিয়ার ছেলে আজহার মিয়া (৪৫)। 

রায়পুরা থানার উপপরিদর্শক রাকিবুল হালিম একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
নিহতের স্বজনেরা জানান, আজহার মিয়া বিভিন্ন মালামাল আনা-নেওয়ার কাজে মালবাহী নৌকায় মাঝি হিসেবে কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালে ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দ্বন্দ্ব চলমান ছিল। তখন নৌকার প্রার্থী মো. হোসেন ভূঁইয়ার সমর্থক মোল্লাবাড়ি ও স্বতন্ত্র প্রার্থী সানাউল্লাহ ভূঁইয়ার সমর্থক ছিল পাঠানবাড়ির লোকজন। নির্বাচনের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে এর জের ধরে মোল্লাবাড়ি ও পাঠানবাড়ির লোকজনের মধ্যে কয়েক দফায় হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সম্প্রতি কথা-কাটাকাটির জেরে গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এক দল অন্য দলের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ হামলায় রবিবার ভোরে একজন নিহত এবং  পাঁচজন আহত হন। তবে তাঁরা কোন দলের সেটা নিশ্চিত হওয়া যায়নি। এই হামলায় এলাকায় উত্তেজনা বিরাজ করেছে।

এ বিষয়ে মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূঁইয়া জানান, তাদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। দিই দিন আগেই গুঞ্জন শোনা গিয়েছিল, নিজেরা নিজেদের দলের সদস্য মেরে মামলা করবে বিপরীত দলের নামে। তবে রাতের ঘটনায় কী ঘটছে তা এখনো বলতে পারছি না। নিহত ব্যক্তি কোন দলের সেটা এখনো জানা যায়নি।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান জানান, গ্রামবাসীর সংঘর্ষে একজন মারা গেছেন। এ ব্যাপারে পুলিশ কাজ করছে। 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯