হোম > সারা দেশ > গাজীপুর

মাকে হত্যার ৫ বছর পর ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

কালিয়াকৈর (গাজিপুর) প্রতিনিধি

মাকে কুপিয়ে হত্যার অপরাধে ছেলে শাহজাহান খান ওরফে সাজুকে (৪৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম এ আদেশ দেন। সাঁজাপ্রাপ্ত শাহজাহান খান গাজীপুর কালিয়াকৈর উপজেলার, মৌচাক ইউনিয়নের কাঁচারস গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আমছের আলী খান। 

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের গত ১৯ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটার সময় শাহজাহানকে বাধা দেন তার বাবা আমছের আলী। এতে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে তাঁর মা আনোয়ারা বেগমের গলার বাম পাশে কোপ দিয়ে পালিয়ে যায় সাজু। এতে ঘটনাস্থলেই নিহত হন সাজুর মা আনোয়ারা বেগম। ওই ঘটনায় নিহতের ভাই মো. হাশেম বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। 

শাহজাহান ২০১৬ সালের ২মে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠান। পরে গ্রেপ্তারকৃত শাহজাহান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর মামলার তদন্ত ও সাক্ষ্য প্রমাণ অনুযায়ী ২০১৬ সালের ৩০ আগস্ট শাহজাহানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ১ নভেম্বর তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 

মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মো. শাহজাহান খান ওরফে সাজুকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হয়েছে। 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস