হোম > সারা দেশ > গাজীপুর

মাকে হত্যার ৫ বছর পর ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

কালিয়াকৈর (গাজিপুর) প্রতিনিধি

মাকে কুপিয়ে হত্যার অপরাধে ছেলে শাহজাহান খান ওরফে সাজুকে (৪৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম এ আদেশ দেন। সাঁজাপ্রাপ্ত শাহজাহান খান গাজীপুর কালিয়াকৈর উপজেলার, মৌচাক ইউনিয়নের কাঁচারস গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আমছের আলী খান। 

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের গত ১৯ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটার সময় শাহজাহানকে বাধা দেন তার বাবা আমছের আলী। এতে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে তাঁর মা আনোয়ারা বেগমের গলার বাম পাশে কোপ দিয়ে পালিয়ে যায় সাজু। এতে ঘটনাস্থলেই নিহত হন সাজুর মা আনোয়ারা বেগম। ওই ঘটনায় নিহতের ভাই মো. হাশেম বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। 

শাহজাহান ২০১৬ সালের ২মে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠান। পরে গ্রেপ্তারকৃত শাহজাহান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর মামলার তদন্ত ও সাক্ষ্য প্রমাণ অনুযায়ী ২০১৬ সালের ৩০ আগস্ট শাহজাহানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ১ নভেম্বর তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 

মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মো. শাহজাহান খান ওরফে সাজুকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হয়েছে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট