গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা মানা হচ্ছে। আজ সোমবার সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কে চলছে দূরপাল্লার গণপরিবহন। এছাড়া নরসিংদী শহরের দোকানপাট বন্ধ থাকলেও সড়কে চলছে রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন।
সরেজমিনে দেখা গেছে, সকালের দিকে গণপরিবহন চলাচল করলেও রাস্তায় যাত্রীর চাপ ছিল কম। বেলা বাড়ার সাথে সাথে যানবাহন ও লোকজনের চলাচল তুলানামূলকভাবে বাড়তে থাকে। তবে নিষেধাজ্ঞা কার্যকরে সড়ক, মহাসড়ক ও শহরে তৎপরতা দেখা যায়নি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর।
গতকাল রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে করোনাভাইরাসে বিস্তারে রোধে চলাচলে বিধিনিষেধ আরোপ করে ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: