হোম > সারা দেশ > টাঙ্গাইল

দা, কুড়াল ও চাকুসহ মির্জাপুরে আরও তিন তরুণ গ্রেপ্তার 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে দা, কুড়াল ও চাকুসহ আরও ৩ তরুণকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে উপজেলার পুষ্টকামুরী ও বাওয়ার কুমারজানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দেশীয় বড় দুটি দা, একটি চাইনিজ কুড়াল, স্টিলের চেইন ও চাকু উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের ভাড়াটিয়া দেওভোগ গ্রামের ইরাজ আহমেদ (১৯), একই এলাকার শাকিল মিয়া (২৫) ও পুষ্টকামুরী গ্রামের সীমান্ত শিকদার (১৯)। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে থানা-পুলিশ মীর দেওহাটা গ্রাম একই গ্যাংয়ের সদস্য জাহিদুল ইসলাম বাবু (২৩), রাসেল মিয়া (২১) ও মেহেদী হাসানকে (২১) গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ছয় মাসে তরুণ ও কিশোর দলের হামলায় নবম শ্রেণি ও এসএসসির ২২ জন পরীক্ষার্থী এবং সদরের ব্যবসায়ীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। এদের মধ্যে বুধবার রাতে গ্রেপ্তার হওয়া ইরাজের বড় ভাই কাউছার আহমেদ জিএম ও সদরের সাইম হোসেনের নেতৃত্বে অধিকাংশ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, দা, কুড়াল ও চাকুসহ আরও ৩ তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত এই গ্রুপের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল