হোম > সারা দেশ > ঢাকা

সাভারে অবৈধ ২টি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

সাভার (ঢাকা) প্রতিনিধি

নানা অনিয়মের অভিযোগে সাভারে ২টি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধ করে সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। 

আজ শনিবার সকাল থেকে দুপুরে এই অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলাম।

এ সময় সিলগালা করে দেওয়া হয় ল্যাব স্টার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার,  এ্যাডভান্সড ডায়াগনস্টিক সেন্টার এবং জ্যোতি চক্ষু হাসপাতাল। অভিযুক্ত হাসপাতালগুলো সাভারে দীর্ঘদিন বৈধ কাগজপত্র ছাড়াই স্বাস্থ্য সেবা প্রদান করে আসছিলো।

গণমাধ্যমকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলাম বলেন, ‘আমরা চাই সাভারে স্বাস্থ্য সেবায় একটিও অবৈধ হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার থাকবে না। এরই ধারাবাহিকতায় আজ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক তিনটি হাসপাতালে তদন্ত ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর ভেতর ৩টি প্রতিষ্ঠান তাদের বৈধ কাগজ ও ডাক্তার, কর্মীদের সনদ দেখাতে ব্যর্থ হয়েছে বিধায় তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

সাভারে কর্তব্যরত চিকিৎসকদের অবৈধ হাসপাতালে সেবা না দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। অবৈধ হাসপাতাল বন্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন