হোম > সারা দেশ > ঢাকা

সাভারে অবৈধ ২টি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

সাভার (ঢাকা) প্রতিনিধি

নানা অনিয়মের অভিযোগে সাভারে ২টি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধ করে সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। 

আজ শনিবার সকাল থেকে দুপুরে এই অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলাম।

এ সময় সিলগালা করে দেওয়া হয় ল্যাব স্টার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার,  এ্যাডভান্সড ডায়াগনস্টিক সেন্টার এবং জ্যোতি চক্ষু হাসপাতাল। অভিযুক্ত হাসপাতালগুলো সাভারে দীর্ঘদিন বৈধ কাগজপত্র ছাড়াই স্বাস্থ্য সেবা প্রদান করে আসছিলো।

গণমাধ্যমকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলাম বলেন, ‘আমরা চাই সাভারে স্বাস্থ্য সেবায় একটিও অবৈধ হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার থাকবে না। এরই ধারাবাহিকতায় আজ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক তিনটি হাসপাতালে তদন্ত ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর ভেতর ৩টি প্রতিষ্ঠান তাদের বৈধ কাগজ ও ডাক্তার, কর্মীদের সনদ দেখাতে ব্যর্থ হয়েছে বিধায় তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

সাভারে কর্তব্যরত চিকিৎসকদের অবৈধ হাসপাতালে সেবা না দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। অবৈধ হাসপাতাল বন্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা