হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে হিট স্ট্রোকে কৃষকসহ ২ জনের মৃত্যু 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় হিট স্ট্রোকে দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে চর কিশোরগঞ্জ ও সদর রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সদর উপজেলার চর কিশোরগঞ্জ মোল্লারচর এলাকার ওমর আলী (৬৫) ও একই উপজেলার মানিকপুর এলাকার আব্দুল বাতেন মাঝি (৬৮)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর আলী সকালে অন্য কৃষকদের সঙ্গে মোল্লার চর এলাকায় কৃষি জমিতে কাজ করছিলেন। কাজ করা অবস্থায় তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তাঁর সঙ্গে থাকা অন্য কৃষকেরা তাঁকে উদ্ধার করে বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত অপরজন হলেন আব্দুল বাতেন। তিনি মুন্সিগঞ্জ রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির কাজে আসলে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বেলা সোয়া ১১টার দিকে তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে মুন্সিগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক বলেন, ‘দুজনই প্রচণ্ড গরমে জ্ঞান হারিয়ে মৃত্যু হয়েছে। যাকে আমরা হিট স্ট্রোক বলি। এক বৃদ্ধ মোল্লার চর এলাকায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েন। তাঁর সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়। অপরজন মুন্সিগঞ্জ সদর রেজিস্ট্রি অফিসে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে মারা যায়।’ 

তিনি আরও বলেন, ‘আজকে আরও দুই নারী, এক শিশু ও অপর এক পুরুষ হিট স্ট্রোকের লক্ষণ নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে। তারা এখন অনেকটাই সুস্থ আছে।’

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই