হোম > সারা দেশ > টাঙ্গাইল

নাগরপুরে পাল্টাপাল্টি হামলা, পুলিশের লাঠিপেটা, আহত ৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে দফায় দফায় পাল্টাপাল্টি হামলায় ওসিসহ ছয়জন আহত হয়েছেন। এ সময় ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক লাঠিপেটাসহ তিনটি ফাঁকা গুলি ছোড়ে। আজ বৃহস্পতিবার সকালে নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে এই সংঘর্ষ হয়।

আজ সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা উপজেলা গেট থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিপেটা করে। পরে শিক্ষার্থীরা নাগরপুর বাজারের সদর সড়কে মিছিল নিয়ে গেলে সেখানেও পুলিশ লাঠিপেটা করে। তৃতীয় দফায় শিক্ষার্থীরা তলতলা সড়কে অবস্থান নিলে সেখানে পুলিশ ও ছাত্রদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। এ ঘটনায় নাগরপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিনটি ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের লাঠিপেটায় আহত ছাত্ররা হলেন প্রধান সমন্বয়ক মো. জাহিদ হাসান, মিঠু, ফাহিম, মো. রাফি ও সামিম।

আন্দোলনে স্থানীয় সমন্বয়ক মো. জাহিদ হাসান বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। পুলিশ ও ছাত্রলীগ বিনা উসকানিতে আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা করে। এ হামলার প্রতিবাদে আগামীকাল (শুক্রবার) বেলা ৩টায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।’

ছাত্রদের লাঠিপেটা প্রসঙ্গে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আন্দোলনকারী ছাত্রদের মিছিল সরকারি কলেজ গেটের সামনে পৌঁছালে তাঁদের মিছিল না করতে ও শান্ত থাকতে বলা হয়। কিন্তু তবু তাঁরা মিছিল করে বাজারে আতঙ্ক ছাড়ানোসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির