হোম > সারা দেশ > ঢাকা

ডিবি পরিচয়ে সাভারে সয়াবিনবোঝাই ট্রাক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, সাভার

ফাইল ছবি

ডিবি পুলিশের পরিচয়ে সাভারের আমিনবাজারে সয়াবিন তেলবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ট্রাকচালককে মারধর করে চালকের সহকারীকে তুলে নিয়ে গেছে। আজ বুধবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাই হওয়া সয়াবিন তেল মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর বাজারের ঝন্টু সাহা অ্যান্ড সন্সের। নারায়ণগঞ্জের মিল থেকে তেল ঘিওরে নেওয়া হচ্ছিল। ৬০ ড্রামে ১২ হাজার ২৪০ লিটার তেল ছিল, যার মূল্য প্রায় ২৬ লাখ টাকা।

ঝন্টু সাহা অ্যান্ড সন্সের মালিক টিটু সাহা বলেন, ‘তেলবোঝাই ট্রাকটি আজ ভোরে সাভারের সালেহপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে মাইক্রোবাসে আসা দুর্বৃত্তরা ট্রাকটির গতিরোধ করে। এরপর ৮ থেকে ১০ জন্য দুর্বৃত্ত মাইক্রোবাস থেকে নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাকচালক আমিনুল ভূঁইয়া ও চালকের সহকারী পারভেজকে ট্রাক থেকে নামতে বলে।

‘চালক ও তার সহকারী ট্রাক থেকে নামার পরপরই দুর্বৃত্তদের কয়েকজন তাদের মাইক্রোবাসে তুলে হাত-পা বেঁধে ফেলে এবং অন্যরা তেলসহ ট্রাক ও চালকের সহকারীকে নিয়ে চলে যায়। এরপর থেকে তেল, ট্রাক ও চালকের সহকারীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। চালকের মাধ্যমে তথ্য পেয়ে বিকেলে সাভার থানায় গিয়ে লিখিত অভিযোগ করি।’

চালক আমিনুল ভূঁইয়া বলেন, ‘নেশাজাতীয় ট্যাবলেট খাওয়ানোর পরপরই আমি ও আমরা সহকারী অচেতন হয়ে পড়ি। কিছু সময় পরে চেতনা ফিরে দেখি আমি সাভার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পড়ে আছি। সেখানে আমার সহকারী ছিল না। পরে আমি বিষয়টি সাভার থানা ও তেলের মালিককে অবগত করি।’

জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘ছিনতাই হওয়ায় ট্রাকসহ তেল ও চালকের সহকারীকে উদ্ধারে কাজ চলছে।’

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল