হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীর তুরাগতীরে জুমার নামাজ আদায় করলেন লাখো মুসল্লি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

আমবয়ানের মধ্য দিয়ে আজ শুক্রবার ফজরের নামাজের পর টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সেখানে জুমার নামাজে অংশ নিয়েছেন দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি।

বেলা ১টা ১৫ মিনিটে ময়দানে আজান দেওয়া হয়। ১টা ৩৬ মিনিটে খুতবা শেষ হয়। ১টা ৫০ মিনিটি নিজামুদ্দিন মারকাজের মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ জুমার নামাজে ইমামতি করেন। জুমার নামাজ শেষে ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি ওয়াসিফুল ইসলাম বয়ান করেন।

সরেজমিনে দেখা যায়, আগেই ময়দানে উপস্থিত মুসল্লিদের পাশাপাশি জুমার নামাজে যোগ দিতে আশপাশের এলাকাগুলোর লাখো মুসল্লি দুপুরের আগেই ময়দানের বিভিন্ন খিত্তায় ও চারপাশের সড়কে অবস্থান নেন। এই পর্বে ৮৫টি খিত্তায় ৬৪ জেলার মুসল্লিদের ভাগ করা হয়েছে। মুসল্লিরা জুমা আদায় করার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে চেরাগ আলী পর্যন্ত, রাজধানীর আবদুল্লাহপুর থেকে কামাড়পাড়া সড়ক ও টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে জুমা আদায় করতে তুরাগতীরে এসেছিলেন মাজাহারুল আলম। তিনি বলেন, ‘শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। অফিস বন্ধ। তাই এলাকার মসজিদে নামাজ আদায় করিনি। গত পর্বেও জুমা আদায় করেছি ময়দানে। এবার ময়দানে জায়গা পাইনি, সড়কে পড়েছি। এখানে নামাজ পড়লে খুব ভালো লাগে।’

আগামী রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ৫৬তম বিশ্ব ইজতেমার এবারের আসর। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট