হোম > সারা দেশ > ঢাকা

পারিবারিক কলহ: স্ত্রী ও ছেলের লাঠির আঘাতে গৃহকর্তার মৃত্যু

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে স্ত্রী ও ছেলের লাঠির আঘাতে আবদুল মালেক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ রাতে মরদেহটি উদ্ধার করে ও আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী জোসনা বেগমকে গ্রেপ্তার করা সম্ভব হলেও ছেলে মো. সেলিম পলাতক রয়েছেন।

বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী ও ছেলের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় আবদুল মালেকের। এ সময় স্ত্রী জোসনা বেগম ও ছেলে সেলিম তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। বাড়ির লোকজন আবদুল মালেককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, নিহত আবদুল মালেকের দুই ছেলে বিদেশে থাকেন। এক মাস আগে বড় ছেলে সেলিম ও ছোট ছেলে তাজুল ইসলাম ছুটিতে দেশে আসেন। ঘটনার সময় ছোট ভাই তাজুল ইসলাম শ্বশুরবাড়িতে ছিলেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, অপর অসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা