হোম > সারা দেশ > গাজীপুর

অন্তঃসত্ত্বা পোশাকশ্রমিককে ধর্ষণ, বাড়িওয়ালা কারাগারে

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে সাত মাসের অন্তঃসত্ত্বা পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বুধবার) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার বাড়ির মালিকের নাম শাহাদৎ হোসেন (২৬)। তিনি কালিয়াকৈর উপজেলার বাসিন্দা।

এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তাঁর স্বামীসহ উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় শাহাদৎ হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাড়ির মালিক শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে তাঁকে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছিলেন। এতে অন্তঃসত্ত্বা ওই নারী রাজি না হওয়ায় গত সোমবার রাতে স্বামী বাসায় না থাকার সুযোগে ঘরে ঢুকে তাঁকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন।

এরপর রাতে স্বামী বাসায় এলে তিনি ধর্ষণের ঘটনাটি জানান। ওই রাতেই তাঁর স্বামী বিষয়টি স্থানীয় গণমান্য ব্যক্তিদের জানান। এতে ক্ষিপ্ত হয়ে বাসা ছেড়ে দেওয়ার জন্য গালিগালাজ করেন শাহাদৎ হোসেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের মামলা করার পরামর্শ দিলে তাঁরা কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। পুলিশ মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শাহাদৎ হোসেনকে গ্রেপ্তার করে। অপর দিকে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ।

ভুক্তভোগীর স্বামী বলেন, ‘আমার স্ত্রীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। বিষয়টি স্থানীয়দের জানানো হলে ওই বাড়িওয়ালা আমাকে কয়েকবার মারতে আসেন। পরে নানা ভয়ভীতি দেখিয়ে বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেন।’

এ বিষয়ে কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুস সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘অন্তঃসত্ত্বা নারীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করলে অভিযান চালিয়ে অভিযুক্ত বাড়িওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল