হোম > সারা দেশ > ঢাকা

কারখানায় আগুন লাগানোর অভিযোগে ২ শ্রমিক গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লাগানোর অভিযোগে দুই শ্রমিককে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হলে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।

গ্রেপ্তার শ্রমিকেরা হলেন, কারখানার পলিম্যান ও রংপুর জেলার কোতোয়ালি থানার পাগলাপীর এলাকার বাসিন্দা তহুরা বেগম (৪০), এবং কারখানার সুপারভাইজার ও মাগুরা জেলার সদর থানার ফুলবাড়ি এলাকার বাসিন্দা হালিমুজ্জামান (৩৬)। তাঁরা সাভারে ইমান্দীপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের ইমান্দিপুরে অবস্থিত পাকিজা নীট কম্পোজিট কারখানার প্যাকিং সেকশনে আগুন লাগে। এরপর সন্দেহ হলে তাঁদের দুজনকে আটক করে কারখানা কর্তৃপক্ষ। পরে পুলিশে খবর দেওয়া হয়। আজ মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন কারখানার নিরাপত্তা বিভাগের সহকারী ব্যবস্থাপক ফেরদৌস মোল্লা। 

ওই মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কারাখানার প্যাকিং সেকশনে পলি করার একটি টেবিলের নিচে থাকা ২০০টি গেঞ্জির একটি বান্ডিলে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকেরা মিলে আগুন নেভান। তবে এতে প্রায় লাখ টাকার মালামাল পুড়ে যায়। পরে কর্তৃপক্ষ সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পান ঘটনার ৭ থেকে ৮ মিনিট আগে হালিমা ওই টেবিলের নিচে সন্দেহমূলকভাবে অবস্থান করছিল। কারখানা কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে তহুরা স্বীকার করে, হালিমুজ্জামানের প্ররোচনায় তিনি আগুন লাগান। পরে তাঁদের দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপরিদর্শক (এসআই) মজিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে তাঁদের কাছে সিসিটিভির ফুটেজসহ বেশ কিছু প্রমাণ আছে। তবে আমরা তা এখনো হাতে পাইনি।’ 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা করে এবং তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো তদন্ত চলছে। তাঁদের উদ্দেশ্য কি ছিল তা জানার চেষ্টাও চলছে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক