হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মাইয়া ভাগাইয়া নিয়া আইসা পড়বি, স্কুলছাত্রকে বললেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পরিবার রাজি না হলে কিশোরী প্রেমিকাকে বাড়ি থেকে এনে বিয়ের পরামর্শ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আজ বুধবার সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর সোবহানিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রকে মঞ্চে তুলে এমন পরামর্শ দেন তিনি। তাঁর এই পরামর্শের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আজ বিকেলে কানাইনগর সোবহানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন শামীম ওসমান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে দর্শকের সারি থেকে এক স্কুলছাত্র হাত উঁচিয়ে বলে, ‘খেলা হবে স্লোগান আরেকবার হবে।’ বিষয়টি দৃষ্টিগোচর হয় শামীমের। তিনি স্কুলছাত্রকে ডাক দিয়ে সামনে আসতে বলেন। পরে স্কুলছাত্রকে স্টেজে তোলেন। এ সময় মাইকে বলতে বললে ছাত্রটি খেলা হবে স্লোগান দেওয়ার কথা জানায়। শামীম ওই ছাত্রের শ্রেণি জানতে চাইলে সে জানায়, ‘ক্লাস টেন।’

শামীম ছাত্রের উদ্দেশে বলেন, ‘বান্ধবীটান্ধবী আছে এখানে?’ ছাত্রের হ্যাঁ সূচক মন্তব্যের পরে জানতে চান, “ডানে-বামে নাকি পেছনে আছে?’ ছাত্রও দুষ্টামির ছলে বলে, ‘পুরো মাঠেই আছে।’ পাল্টা প্রশ্ন করে সংসদ সদস্য বলেন, ‘এটা জিজ্ঞেস করেনি, ওইখানে আছে কি না?’ এর উত্তরে স্কুলছাত্র জানায়, ‘অন্য কোথাও নাই।’ শামীম বলেন, ‘বাইচ্চা গেসোস, নাইলে তোর বাপ আজকে পিঠের চামড়া উঠাইত।’

এরপর শামীম ওই স্কুলছাত্রকে পরামর্শ দিয়ে বলেন, ‘যদি একটা পছন্দ কইরাই ফালাস। আর যদি মেয়েও পছন্দ কইরা ফালায়। তারপর শ্বশুরবাড়ি যদি বক্তাবলী না হয়। নদীর ওই পারে হয়। আর যদি বক্তাবলীর ছেলের কাছে না দেয় মেয়ে। তাইলে ওই শ্বশুরবাড়ির সামনে যাইয়া আমরা কী বলব? খেলা হবে, খেলা হবে। মাইয়া ভাগাইয়া নিয়া আইসা পড়বি।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার