হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মাইয়া ভাগাইয়া নিয়া আইসা পড়বি, স্কুলছাত্রকে বললেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পরিবার রাজি না হলে কিশোরী প্রেমিকাকে বাড়ি থেকে এনে বিয়ের পরামর্শ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আজ বুধবার সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর সোবহানিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রকে মঞ্চে তুলে এমন পরামর্শ দেন তিনি। তাঁর এই পরামর্শের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আজ বিকেলে কানাইনগর সোবহানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন শামীম ওসমান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে দর্শকের সারি থেকে এক স্কুলছাত্র হাত উঁচিয়ে বলে, ‘খেলা হবে স্লোগান আরেকবার হবে।’ বিষয়টি দৃষ্টিগোচর হয় শামীমের। তিনি স্কুলছাত্রকে ডাক দিয়ে সামনে আসতে বলেন। পরে স্কুলছাত্রকে স্টেজে তোলেন। এ সময় মাইকে বলতে বললে ছাত্রটি খেলা হবে স্লোগান দেওয়ার কথা জানায়। শামীম ওই ছাত্রের শ্রেণি জানতে চাইলে সে জানায়, ‘ক্লাস টেন।’

শামীম ছাত্রের উদ্দেশে বলেন, ‘বান্ধবীটান্ধবী আছে এখানে?’ ছাত্রের হ্যাঁ সূচক মন্তব্যের পরে জানতে চান, “ডানে-বামে নাকি পেছনে আছে?’ ছাত্রও দুষ্টামির ছলে বলে, ‘পুরো মাঠেই আছে।’ পাল্টা প্রশ্ন করে সংসদ সদস্য বলেন, ‘এটা জিজ্ঞেস করেনি, ওইখানে আছে কি না?’ এর উত্তরে স্কুলছাত্র জানায়, ‘অন্য কোথাও নাই।’ শামীম বলেন, ‘বাইচ্চা গেসোস, নাইলে তোর বাপ আজকে পিঠের চামড়া উঠাইত।’

এরপর শামীম ওই স্কুলছাত্রকে পরামর্শ দিয়ে বলেন, ‘যদি একটা পছন্দ কইরাই ফালাস। আর যদি মেয়েও পছন্দ কইরা ফালায়। তারপর শ্বশুরবাড়ি যদি বক্তাবলী না হয়। নদীর ওই পারে হয়। আর যদি বক্তাবলীর ছেলের কাছে না দেয় মেয়ে। তাইলে ওই শ্বশুরবাড়ির সামনে যাইয়া আমরা কী বলব? খেলা হবে, খেলা হবে। মাইয়া ভাগাইয়া নিয়া আইসা পড়বি।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন