হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ জন নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন সামনে সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন।

নিহতরা হলেন, গাজীপুরের কালিয়াকৈরের তালাবহ এলাকার ইয়াকুব আলীর ছেলে মফজেল (৬৫), একই এলাকার আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও কালিয়াকুরের বাউমান এলাকার মৃত হাসান আলীর ছেলে শওকত আলী (৪২)।

গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সূত্রাপুর নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলমুখী সার্ভিস লেনে একটি সিমেন্টবাহী ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দিলে অটোরিকশাচালকসহ ৫ জন গুরুতর আহত  হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি শাহাদত হোসেন জানান, হতাহতদের একজন অটোরিকশার চালক ও অন্যরা স্থানীয় ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। দুর্ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক। ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে নাওজোড় হাইওয়ে থানার হেফাজতে আনা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা