হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ৪টি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি–বিক্ষোভ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের টঙ্গীতে কর্মবিরতি পালন করছেন চারটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার নিজ নিজ কারখানায় এ কর্মবিরতি পালন করেন তারা। বিকেল ৫টায় প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন বলে জানা গেছে।

কারখানাগুলো হলো–টঙ্গীর মেঘনা সড়ক এলাকার এমট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো অ্যাপারেলস লিমিটেড, পশ্চিম থানা এলাকার খাঁ পাড়ায় সিজন ড্রেসেস লিমিটেড ও বিসিকের টসিনিট কারখানা।

জানা গেছে, সিজন ড্রেসেস কারখানার শ্রমিকদের গত জুলাই ও আগস্ট মাসের বেতন বকেয়া আছে। বেতন পরিশোধের দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করে কর্তৃপক্ষ।

এর মধ্যে বাকি অর্ধেক বেতনের দাবিতে আজ সকাল থেকে কারখানার ভেতর কাজ বন্ধ রাখেন শ্রমিকেরা। অপর দিকে আট দফা দাবিতে কারখানায় কর্মবিরতি পালন করেন টঙ্গীর বিসিক এলাকার টসিনিট কারখানার শ্রমিকেরা।

এ দিকে ঈদ বোনাসসহ ১৩ দফা দাবিতে গত কয়েক দিন কর্মবিরতি পালন করেন এমট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ ও ব্রাভো অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা। আজ সকাল কারখানায় এসেই কর্মবিরতি শুরু করেন তারা। একপর্যায়ে কারখানার সামনে বিক্ষোভ করেন কিছু শ্রমিক। পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশের অনুরোধে শ্রমিকেরা কারখানার ভেতরে চলে যায়।

এ বিষয়ে শিল্প পুলিশের সহাকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিন ধরে এই চারটি কারখানার শ্রমিকেরা তাদের বিভিন্ন দাবি জানিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ চালিয়ে আসছে। শিল্প পুলিশের পক্ষ থেকে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি।

কারখানার মালিকেরা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও আন্দোলন থামছে না। তবে এমট্রানেট গ্রুপের দুইটি কারখানার শ্রমিকদের প্রতিনিধি ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন