ঢাকার সাভারে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার রাত ৮টার দিকে পৌর এলাকার বিনোদবাইদ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম সোহেল (২৫)। তিনি ধামরাইয়ের ফোডনগর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। ওই এলাকায় তাঁর একটি আসবাবপত্রের দোকান রয়েছে।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার সকাল থেকেই সোহেল তাঁর দোকানে কাজ করছিলেন। রাত ৮টার দিকে স্থানীয়রা দোকানের পাশে ফাঁকা স্থানে লাশটি পড়ে থাকতে দেখে সাভার থানাকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে যে কেউ তাঁকে দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’