হোম > সারা দেশ > গাজীপুর

বকেয়া পরিশোধ ও কারখানা খোলার দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা এলাকার টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড কারখানার শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর গাছা এলাকার টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড কারখানার শ্রমিকেরা ২ মাসের বকেয়া পরিশোধ ও বন্ধঘোষিত কারখানা চালুর দাবিতে আজ সোমবার সকালে বিক্ষোভ করেছেন। পরে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে সমঝোতা হলে শ্রমিকেরা বিকেলে কর্মসূচি প্রত্যাহার করেন।

পুলিশ ও শ্রমিক সূত্র জানায়, টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড কারখানায় ৮২৫ জন শ্রমিক কাজ করছিলেন। কিন্তু হঠাৎ করে মালিকপক্ষ গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন পরিশোধ না করেই ৭ ফেব্রুয়ারি কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেয়। এর প্রতিবাদে শ্রমিকেরা গতকাল রোববার সকাল থেকে কারখানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রথম দিনের আন্দোলনের পরও মালিকপক্ষ দাবি না মানায় আজ সকাল ৮টা থেকে শ্রমিকেরা আবারও কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কারখানার শ্রমিক শাহিন অভিযোগ করেন, মালিকপক্ষ আগেও কাজ করানোর পর নিয়মিত বেতন দিত না। বেতন চাইলে শ্রমিকদের ভয়ভীতি দেখানো হতো এবং অন্যায়ভাবে কারখানা বন্ধ করে দেওয়া হতো।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে অ্যাপারেলস প্লাস ইকো কারখানার সম্মেলনকক্ষে মালিকের প্রতিনিধি মো. শরিফুল ইসলাম শাহিন, গ্রুপ পরিচালক, শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ, শিল্প পুলিশ ও কলকারখানা অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক শুরু হয়। প্রায় ৩ ঘণ্টা আলোচনার পর ত্রিপক্ষীয় সমঝোতা হলে শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করেন।

সমঝোতা চুক্তির শর্তগুলো হলো ডিসেম্বরের বকেয়া বেতন ২০ ফেব্রুয়ারি এবং জানুয়ারির বকেয়া বেতন আগামী ১৭ মার্চ পরিশোধ করা হবে। শ্রমিকদের বকেয়া বোনাসের টাকা আগামী ঈদুল ফিতরের আগে পরিশোধ করা হবে। কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে। অর্জিত ছুটির টাকা আলোচনা করে পরিশোধ করা হবে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, সবার উপস্থিতিতে আলোচনার পর মালিক ও শ্রমিক উভয় পক্ষ কয়েকটি শর্তে সমঝোতায় উপনীত হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু