হোম > সারা দেশ > ঢাকা

নতুন সোফায় লুকানো ফেনসিডিলের চালান, কারবারি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সোফাসেটের ভেতর থেকে ফেনসিডিলের চালানসহ আল আমিন (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। কার্টনের ভারী কাগজে মোড়ানো সোফার ভেতর থেকে ১৯৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। 

আজ সোমবার বেলা সোয়া ১১টায় এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান। গতকাল রোববার বিমানবন্দর মহাসড়ক থেকে রাত সাড়ে ৯টায় তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক কারবারি আল আমিন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুস সাত্তারের ছেলে। 

র‍্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, দিনাজপুর থেকে সোফাসেটের ভেতরে করে একটি মাদকের চালান বিমানবন্দরের দিকে যাচ্ছে। পরে সোফাসেটের ভেতর থেকে ১৯৭ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আল আমিনকে গ্রেপ্তার করা হয়।’ 

কারবারিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘আল আমিন দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জেলার সীমান্ত থেকে ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে কেনাবেচা করে আসছিলেন। বিভিন্ন সময়ে সুকৌশলে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে রাজধানী, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক কারবারিদের কাছে সরবরাহ করতেন।’ 

এ ঘটনায় গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ