হোম > সারা দেশ > রাজবাড়ী

প্রতারণার টাকা তুলতে গিয়ে ধরা ২ বিকাশ প্রতারক

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণার টাকা তুলতে গিয়ে ধরা পড়েছেন প্রতারক চক্রের দুই সদস্য। পরে তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আজ সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 
 
গতকাল রোববার সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে শাকিল টেলিকম থেকে টাকা উত্তোলন করতে গেলে তাঁদের আটক করে স্থানীয়রা। এ ঘটনায় বিকাশ এজেন্ট মো. আলী হোসেন ওই দিন রাতেই বাদী হয়ে প্রতারণার মামলা করেন। 
 
গ্রেপ্তারকৃতরা হলেন—ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের মৃত আলাল খানের ছেলে সবুজ হোসেন (১৮) ও একই গ্রামের ক্ষিতীশ মণ্ডলের ছেলে তন্ময় মণ্ডল (১৯)। 
 
মামলার বাদী আলী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৩১ মার্চ দুপুরে আসামি সবুজ হোসেন প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৭০ হাজার টাকা আমার কাছ থেকে তুলে নেয়। পরে একজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আমার দোকানে এসে টাকা তোলার বিষয়ে জানতে চায়। আমি সেই সময়ে সবুজের ব্যাপারে কোনো তথ্য দিতে না পারায় আমাকেই ভুক্তভোগীর টাকা ফেরত দিতে হয়।’ 
 
তিনি আরও বলেন, ‘পরে গতকাল রোববার সন্ধ্যায় সবুজ আবারও প্রতারণার টাকা তুলতে এলে আমি বিষয়টি স্থানীয়দের জানাই। পরে তাঁদের সঙ্গে নিয়ে আগের টাকা তোলার বিষয়ে জিজ্ঞাসা করি। তখন সবুজ কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাঁকে ও তাঁর সহযোগীকে আটক করে।’ 
 
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হবে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু