সংলাপে অংশ নিয়েই নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, সংলাপে সব দলের জন্য এক ঘণ্টা আর বিএনপি-আওয়ামী লীগের জন্য বেশি সময় বরাদ্দ দেওয়া হয়েছে। এতেই ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে।
আজ বুধবার দুপুরে ইসির চলমান সংলাপে অংশ নিয়ে কাদের সিদ্দিকী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আগের কমিশন নির্বাচনব্যবস্থাকে ডুবিয়েছে, তার আগেরজনও ডুবিয়েছে।’
এ ছাড়া সংলাপের স্বাগত বক্তব্যে ভোটাধিকার প্রতিষ্ঠাসহ নানা বিষয়ে কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আপনারা (কমিশন) বলেছেন, বিএনপি নির্বাচনে না এলে অংশগ্রহণমূলক হবে না। বিএনপি-আওয়ামী লীগ নয়, নির্বাচন মূলত ভোটারদের নিয়ে। ভোটাররা ভোটকেন্দ্রে কীভাবে আসবেন সেটা নিশ্চিত করবেন আপনারা।’