হোম > সারা দেশ > ঢাকা

সুবার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দে মাতল সাবেক শিক্ষার্থীরা

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (সুবা) ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্টে ‘এসইউবি আওয়ার আইডেনটিটি’ স্লোগানে দিনভর আনন্দে মাতেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘ বিরতির পর পুরোনো বন্ধুদের কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন সবাই। 

সুবার সভাপতি ডা. শওকত আরা হায়দারের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সায়মা ও সাবিলার সঞ্চালনায় কবুতর উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ও ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম। 

অ্যালামনাইরা গবেষণামূলক কাজে অংশগ্রহণ করবে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় অবশ্যই সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন ডা. এ এম শামীম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—এসইউবি বোর্ড অব ট্রাস্টিজের সহসভাপতি ও এম আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহবুবুর রহমান লিটন, উপাচার্য (ভারপ্রাপ্ত) ডা. নওজিয়া ইয়াসমিন, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আলী নকী, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর আনিস আলম সিদ্দিকী, কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান ড. মুহাম্মদ মাসুদ তারেক, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রধান ড. শফিকুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) তৌহিদা হুমায়রা, ফার্মেসি বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর সাইফুল ইসলাম পাঠান, আইন বিভাগের সিনিয়র শিক্ষক জিনাত শারমিন, আর্কিটেকচার বিভাগের সিনিয়র শিক্ষক তানিয়া তাহের লতা, ডেপুটি রেজিস্ট্রার ফারহানা শারমিন, নজরুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রেশন খুরশিদ আলম। 

দিনভর গান-র‍্যাফেল ড্র’সহ নানা আয়োজন ছিল। অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী তৌকির, শান্তা, ইভা। এছাড়া ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী রবিউল ইসলাম জমাদ্দার, ওলিউর রহমান ওলি, এনভায়রনমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী সিরাজুল ইসলামও গান পরিবেশন করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা মোহাম্মদ আলী নকী ও তাঁর মেয়ের বাঁশির সুর। র‍্যাফেল ড্র পর্ব পরিচালনা করেন সুবার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান বাবু। 

ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক পরেন চন্দ্র বর্মনের সম্পাদনায় ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশিত হয়। স্মরণিকায় প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের লেখাও প্রকাশিত হয়। প্রকাশনা সম্পাদক রাজিব সাহা, সহ-প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম নাবিল, সদস্য এম মুনতাসীর আনাম সিজন ও এসইউবিতে কর্মরত একান্ত সরকার স্মরণিকা প্রকাশে সহযোগিতা করেন। 

অনুষ্ঠানে সুবার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম রাসেল বিশ্ববিদ্যালয় ও অ্যালামনাইদের মধ্যে বন্ধন বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি