হোম > সারা দেশ > গাজীপুর

রেজিস্ট্রেশন ছাড়াই আজ থেকে টিকা পাবেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা

প্রতিনিধি, গাজীপুর

রেজিস্ট্রেশন ছাড়াই আজ রোববার থেকে করোনার টিকা পাবেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। প্রথম পর্যায়ে স্থানীয় চারটি পোশাক কারখানার শ্রমিকেরা সরাসরি কারখানায় থেকেই করোনার টিকা নিতে পারবেন। এ বিষয়টি গতকাল শনিবার রাতে নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. খাইরুজ্জামান।

সিভিল সার্জন আরও জানান, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা গাজীপুর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। সভায় লকডাউন বাস্তবায়নে কারখানা খোলা রাখার বিষয়টি আলোচিত হলে আলোচনার একপর্যায়ে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী ভাবছেন গাজীপুরে পোশাক কারখানাগুলোতে  পর্যায়ক্রমিকভাবে করোনা ভাইরাস প্রতিরোধে গণ টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। যে কারখানায় টিকা দেওয়া হবে সে কারখানার সমস্ত শ্রমিককে একই সময়ে টিকা প্রদান করা হবে। এটি বাস্তবায়ন শুরু হবে আজ রোববার।

ডা. খাইরুজ্জামান বলেন, প্রথম ডোজ টিকা গ্রহণের জন্য শ্রমিকদের কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, তবে দ্বিতীয় ডোজ দেওয়ার পূর্বে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে। এর জন্য ইতিমধ্যে শ্রমিকদের প্রথম ডোজ টিকা প্রদানের জন্য এনআইডি সংগ্রহ করে একটি তালিকা প্রণয়ন করা হয়েছে।

প্রথম পর্যায়ে চারটি পোশাক কারখানায় রোববার টিকা প্রদান করা হবে সেগুলো হল,  গাজীপুর মহানগরীর বিসিক শিল্প এলাকা কোনাবাড়ীতে অবস্থিত তুসুকা ডেনিম ও তুসুকা অ্যাপারেলস, লক্ষীপুরা এলাকার স্প্যারো অ্যাপারলেস লিমিটেড ও ভোগড়া এলাকার রোজ গার্ডেন। যাদের বয়স কমপক্ষে ১৮ বছর তাঁরাই এই টিকা পাবেন।  

সিভিল সার্জন আরও জানান,  রোববার সকাল ৯টায় কোনাবাড়ীতে তুসুকা ডেনিম কারখানায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ও তিনি নিজে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সময়ে অপর কারখানাগুলোতে টিকাদান কর্মসূচি শুরু করা হবে। রোববারই প্রায় ১০ হাজার পোশাক শ্রমিককে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব