হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

উপজেলা নির্বাচন: ক্ষমা চাওয়ার ১ দিন পর ফের শোকজ পেলেন জাপা নেতা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আবারও আচরণবিধি ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা জাতীয় পার্টির নেতা মাকসুদ হোসেনকে শোকজ করেছে জেলা নির্বাচন অফিস। আজ মঙ্গলবার রিটার্নিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৭ এপ্রিল একাধিক ক্যাম্প স্থাপন ও দেয়ালে পোস্টার সাঁটানোর অভিযোগে তাঁকে শোকজ করা হয়। পরদিন ২৮ এপ্রিল শোকজের জবাবে ক্ষমা প্রার্থনা করে পোস্টার এবং ক্যাম্প সরিয়ে নেন। এর দুই দিনের মাথায় তাকে ফের শোকজ করা হয়।

শোকজ নোটিশে বলা হয়েছে, আপনি আপনার নির্বাচনী এলাকায় এক শ মাইক্রো, হাইস, প্রাইভেট কার ও জিপ গাড়ি নিয়ে শোডাউন করেছেন যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়। প্রচার কাজে গাড়ির বহর নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট পরিপন্থী ও আচরণবিধি লঙ্ঘন।’

এ বিষয়ে রিটার্নিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাঁকে ফের শোকজ করা হয়েছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে তাঁকে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় আচরণবিধি ভঙ্গের দায়ে নির্বাচন কমিশন বরাবর প্রার্থিতা বাতিলের চিঠি দেওয়া হবে।’

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ