হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

উপজেলা নির্বাচন: ক্ষমা চাওয়ার ১ দিন পর ফের শোকজ পেলেন জাপা নেতা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আবারও আচরণবিধি ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা জাতীয় পার্টির নেতা মাকসুদ হোসেনকে শোকজ করেছে জেলা নির্বাচন অফিস। আজ মঙ্গলবার রিটার্নিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৭ এপ্রিল একাধিক ক্যাম্প স্থাপন ও দেয়ালে পোস্টার সাঁটানোর অভিযোগে তাঁকে শোকজ করা হয়। পরদিন ২৮ এপ্রিল শোকজের জবাবে ক্ষমা প্রার্থনা করে পোস্টার এবং ক্যাম্প সরিয়ে নেন। এর দুই দিনের মাথায় তাকে ফের শোকজ করা হয়।

শোকজ নোটিশে বলা হয়েছে, আপনি আপনার নির্বাচনী এলাকায় এক শ মাইক্রো, হাইস, প্রাইভেট কার ও জিপ গাড়ি নিয়ে শোডাউন করেছেন যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়। প্রচার কাজে গাড়ির বহর নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট পরিপন্থী ও আচরণবিধি লঙ্ঘন।’

এ বিষয়ে রিটার্নিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাঁকে ফের শোকজ করা হয়েছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে তাঁকে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় আচরণবিধি ভঙ্গের দায়ে নির্বাচন কমিশন বরাবর প্রার্থিতা বাতিলের চিঠি দেওয়া হবে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু