হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় ১ ব্যক্তি নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় শওকত আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৬টার দিকে টঙ্গীর আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি টঙ্গীর টঙ্গীর আমতলী কেরানি বস্তি এলাকার মৃত জমিরের ছেলে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ শুক্রবার সকালে টঙ্গীর আমতলী এলাকায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়ক পার হচ্ছিলেন শওকত আলী। এ সময় ঢাকা থেকে আসা সিলেটগামী একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা সম্ভব হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন বলে পুলিশ জানায়।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক