হোম > সারা দেশ > ঢাকা

শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় মাদ্রাসার হিসাবরক্ষক গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখানে আট বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার হিসাবরক্ষক মো. আবুল হোসেনকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরখানের মোল্লাপাড়া পানির পাম্প সংলগ্ন এস/ ৫৪ নম্বর বাসা থেকে গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তার আবুল হোসেন উত্তরখানের মোল্লাপাড়া মাদ্রাসা মসজিদের হিসাবরক্ষক। তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার মাহুতলা গ্রামের মৃত আলী আজমের ছেলে। বর্তমানে উত্তরখানের মোল্লাবাড়ি পানির পাম্প এলাকায় থাকেন। 

ভুক্তভোগী শিশুর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৯টার দিকে তার বান্ধবীদের সঙ্গে খেলতে বের হয় আমার মাদ্রাসা পড়ুয়া শিশু মেয়ে। তখন মাদ্রাসার ক্যাশিয়ার আবুল হোসেন তাঁকে সেখান থেকে ধরে বাসায় নিয়ে গেটে তালা মেরে দেন। তারপর আবুল হোসেন মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। পরে মেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন আমার মেয়েকে উদ্ধার করে। সেই সঙ্গে আবুল হোসেনকে আটকে রাখেন।’ 

উত্তরখান থানার ওসি কাজী আবুল কালাম বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে আমরা জানতে পারি এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন এক বৃদ্ধ। তাঁকে এলাকার জনগণ আটক করে রেখেছেন। পরে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়।’ 

ওসি আবুল কামাল আরও বলেন, ‘এ ঘটনায় উত্তরখান থানায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

ভুক্তভোগীকে উদ্ধার ও বৃদ্ধকে গ্রেপ্তার করা উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার এক বৃদ্ধকে আটক করে রাখে মানুষ। পরে জনগণ ওই বৃদ্ধার বাড়ি আগুন লাগিয়ে পুড়ে ফেলার পাঁয়তারা করে। সেই সঙ্গে বিক্ষোভ করে। সাধারণ মানুষকে বুঝিয়ে শান্ত করে বৃদ্ধকে গ্রেপ্তার ও শিশুকে উদ্ধার করা হয়।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন