হোম > সারা দেশ > মানিকগঞ্জ

অসচেতনতার কারণে ভাঙনের মুখে হরিরামপুরের পদ্মার পাড়

প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)

ভাঙনের মুখে পড়েছে মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার বয়রা, হারুকান্দি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম। ইউনিয়নগুলোতে ভাঙন রোধে নির্মিত জিও ব্যাগের বাঁধের বিভিন্ন জায়গায় এরই মধ্যে ভাঙন দেখা দিয়েছে। এই বাঁধ ভেঙে গেলে উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়বে বলে আশঙ্কায় করছেন স্থানীয়রা। 

আজ শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনটি ইউনিয়ন নির্মিত প্রায় ৮ কিলোমিটার এলাকায় এই বাঁধের আন্ধারমানিক বাজার এবং খালপাড় বয়রা এলাকায় ধসে পড়েছে। এ ছাড়া এই বাঁধে হাজার হাজার জাল ব্যবহার করছে মৎস্য শিকারিরা। এসব মাছ ধরার জালের এলাকায় চায়না দোয়ারি (মাছ ধরার জাল), সাধারণ দোয়ারি এবং ভেশাল (জাল) নামে পরিচিত। বাঁধের ওপরের জিও ব্যাগ ছিঁড়ে তার মধ্যে গর্ত করে ভেশালও স্থাপন করেছেন তাঁরা। এ ছাড়া পদ্মাপারের কিছু অসচেতন মানুষ বাঁধের জিও ব্যাগ কেটে ফসলের পালা ঢেকে রেখেছেন। কেউ বাড়িতে ব্যবহার করছেন। আবার কেউ মৎস্য শিকারেও ব্যবহার করছেন এসব জিও ব্যাগ। 

এম এ রাজ্জাক আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমল সরকার জানান, কয়েক দিন আগে পদ্মা পাড় ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে জেলেদের অনেকগুলো জিও ব্যাগ কেটে চায়না জাল পেতে রাখতে দেখেন। পদ্মা ভাঙন রোধের জন্য জিও ব্যাগ ফেলা হয়েছে। কিন্তু জেলেদের অসচেতনতার কারণে বাঁধ হুমকির মুখে পড়েছে বলে জানান তিনি। 

বয়রা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুর রহমান তুষার ও হারুকান্দি ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চুন্নু জানান, বারবার জেলেদের নিষেধ করার পরেও তাঁরা শুনছেন না। উপজেলার মাসিক সমন্বয় সভায় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। 

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মোবাইলে জানান, বাঁধের জিও ব্যাগ কেটে ফেলার খবর জেনেছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির