হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অটোরিকশায় চাদর পেঁচিয়ে কুদ্দুস আলী (৪৭) নামে এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুদ্দুস আলী বগুড়া শেরপুরের জয়লা গ্রামের জামাল সরদারের ছেলে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কুদ্দুস আলী ঢাকা সাভারের তেতুলঝোড়া এলাকায় ভাড়া থেকে সবজির ব্যবসা করতেন। আজ সকালে সিঙ্গাইরের জয়মন্টপ বাজার থেকে সবজি কিনে অটোরিকশা করে তেতুলঝোড়ায় আসার সময় কুদ্দুস আলীর শরীরে থাকা চাদর ইঞ্জিনের সঙ্গে পেঁচিয়ে যায়। এ সময় তাঁর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই কুদ্দুস আলীর মৃত্যু হয়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।