হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ৪ কিলোমিটার যানজট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শুক্রবার সকালে উল্টে যাওয়া কাভার্ড ভ্যান। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় এই যানজট লেগেছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। আজ শুক্রবার সকালে কাভার্ড ভ্যানটি উল্টে এই যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামগামী লেনের কাঁচপুর সেতুর নিচ থেকে সানারপাড় পর্যন্ত তীব্র যানজট। ফলে দীর্ঘ সময় ধরে একই স্থানে আটকে রয়েছে যানবাহন। এতে যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন।  

জানা গেছে, সকালে মহাসড়কের দশতলা নামক স্থানে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। এরপর থেকেই যানজট শুরু হয়। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি সরিয়ে ফেলা হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শুক্রবার সকালে কাভার্ড ভ্যান উল্টে তীব্র যানজট সৃষ্টি হয়। ছবি: আজকের পত্রিকা

যানজটে আটকে পড়া আব্দুল্লাহ নামের এক যাত্রী বলেন, ‘মৌচাক থেকে দেড় ঘণ্টায়ও কাঁচপুর যেতে পারিনি। তীব্র যানজটে ভোগান্তিতে আছি। শুনেছি গাড়ি উল্টে আছে মহাসড়কে।’

কুমিল্লার উদ্দেশে শিমরাইল মোড় থেকে বাসে উঠেছেন রহমতুল্লাহ। তিনি বলেন, ‘গাড়িতে ওঠার পর থেকে এক জায়গাতেই দাঁড়িয়ে আছি। যানজট কখন শেষ হবে জানি না। দুশ্চিন্তায় আছি।’

যানজটে আটকে পড়া কয়েকজন চালক জানান, সকালে হঠাৎ একটি কাভার্ড ভ্যান মহাসড়কে উল্টে পথ বন্ধ হয়ে যায়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা (ইনচার্জ) আবু নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘দশতলা এলাকায় মহাসড়কে একটি কাভার্ড ভ্যান উল্টে গিয়েছিল। এ জন্য যানজট লেগেছে। আমরা দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি সরিয়ে ফেলেছি। দ্রুত সময়ের মধ্যেই যানজট নিরসন হয়ে যাবে।’

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন