হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর জুরাইনে বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৭ দোকানে জরিমানা

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 

রাজধানীর জুরাইন বালুর মাঠ বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর জুরাইন বালুর মাঠ বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন অনিয়মের কারণে অভিযানকালে সাতটি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আজ বুধবার বেলা ১টার দিকে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।

অভিযানে মূল্যতালিকা দেখাতে না পারায় আনোয়ার স্টোরকে ১০ হাজার টাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় বিসমিল্লাহ স্টোরকে ১০ হাজার টাকা, ভেজাল চিনি বিক্রি করায় জাকির ট্রেডার্সের মালিক জাকির হোসেনকে ৫ হাজার টাকা, নকল কসমেটিকস ও অতিরিক্ত দামে চিনি বিক্রির দায়ে জনপ্রিয় স্টোরকে ২০ হাজার টাকা, মূল্যতালিকা না থাকায় মা-বাবার দোয়া রশিদ ভাইয়ের গোস্তের দোকানের মালিক রজ্জব মিয়াকে ৩ হাজার টাকা, সবুজ মিয়ার কাঁচা পণ্যের দোকানকে ১ হাজার এবং শরিফ কাঁচা পণ্যের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজারের এক ক্রেতা জসিম বলেন, এই অভিযান প্রতিদিনই চালানো উচিত। কারণ, ম্যাজিস্ট্রেট আসায় দাম কমে, তাঁরা চলে গেলে আবার দাম বেড়ে যায়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এই অভিযান চলবে।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ