হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর জুরাইনে বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৭ দোকানে জরিমানা

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 

রাজধানীর জুরাইন বালুর মাঠ বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর জুরাইন বালুর মাঠ বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন অনিয়মের কারণে অভিযানকালে সাতটি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আজ বুধবার বেলা ১টার দিকে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।

অভিযানে মূল্যতালিকা দেখাতে না পারায় আনোয়ার স্টোরকে ১০ হাজার টাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় বিসমিল্লাহ স্টোরকে ১০ হাজার টাকা, ভেজাল চিনি বিক্রি করায় জাকির ট্রেডার্সের মালিক জাকির হোসেনকে ৫ হাজার টাকা, নকল কসমেটিকস ও অতিরিক্ত দামে চিনি বিক্রির দায়ে জনপ্রিয় স্টোরকে ২০ হাজার টাকা, মূল্যতালিকা না থাকায় মা-বাবার দোয়া রশিদ ভাইয়ের গোস্তের দোকানের মালিক রজ্জব মিয়াকে ৩ হাজার টাকা, সবুজ মিয়ার কাঁচা পণ্যের দোকানকে ১ হাজার এবং শরিফ কাঁচা পণ্যের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজারের এক ক্রেতা জসিম বলেন, এই অভিযান প্রতিদিনই চালানো উচিত। কারণ, ম্যাজিস্ট্রেট আসায় দাম কমে, তাঁরা চলে গেলে আবার দাম বেড়ে যায়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এই অভিযান চলবে।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩