হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর জুরাইনে বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৭ দোকানে জরিমানা

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 

রাজধানীর জুরাইন বালুর মাঠ বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর জুরাইন বালুর মাঠ বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন অনিয়মের কারণে অভিযানকালে সাতটি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আজ বুধবার বেলা ১টার দিকে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।

অভিযানে মূল্যতালিকা দেখাতে না পারায় আনোয়ার স্টোরকে ১০ হাজার টাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় বিসমিল্লাহ স্টোরকে ১০ হাজার টাকা, ভেজাল চিনি বিক্রি করায় জাকির ট্রেডার্সের মালিক জাকির হোসেনকে ৫ হাজার টাকা, নকল কসমেটিকস ও অতিরিক্ত দামে চিনি বিক্রির দায়ে জনপ্রিয় স্টোরকে ২০ হাজার টাকা, মূল্যতালিকা না থাকায় মা-বাবার দোয়া রশিদ ভাইয়ের গোস্তের দোকানের মালিক রজ্জব মিয়াকে ৩ হাজার টাকা, সবুজ মিয়ার কাঁচা পণ্যের দোকানকে ১ হাজার এবং শরিফ কাঁচা পণ্যের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজারের এক ক্রেতা জসিম বলেন, এই অভিযান প্রতিদিনই চালানো উচিত। কারণ, ম্যাজিস্ট্রেট আসায় দাম কমে, তাঁরা চলে গেলে আবার দাম বেড়ে যায়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এই অভিযান চলবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু