হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবি, নিহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়া পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ।

নিহতরা হলো শাওন (১৭), জীম (১৭) ও রিফাত (১৮)। তারা সবাই শহরের খানপুর ও ডন চেম্বার এলাকার বাসিন্দা।

নিহতদের পরিবার ও নৌকায় থাকা অন্যদের কাছ থেকে জানা যায়, গতকাল রাতে কয়েকজন বন্ধু মিলে বন্দরের কদমরসুল দরগার মেলায় যায়। ফেরার পথে একটি বড় জাহাজ তাদের নৌকার পাশ দিয়ে যাওয়ার সময় সৃষ্ট প্রবল ঢেউয়ে কাছাকাছি থাকা দুটি নৌকার মধ্যে সংঘর্ষ হয়। এতে একটি নৌকা ডুবে যায়।

নৌকায় থাকা তামিম নামে এক কিশোরের বাবা সবুজ বলেন, ‘আমার ছেলে ওই নৌকায় ছিল। মেলা দেখে ফেরার পথে জাহাজের সৃষ্ট ঢেউয়ের কারণে দুটি নৌকার মধ্যে সংঘর্ষে আমাদের ছেলের নৌকাটি ডুবে যায়। এ সময় আমার ছেলে সাঁতরে পাড়ে আসে।’

এ বিষয়ে ফখরুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা প্রথমে খবর পাই, নৌকাডুবির ঘটনায় তিনজন নিখোঁজ হয়েছে। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করি। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই। বাকি বিস্তারিত তদন্তের পর বলা যাবে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট