হোম > সারা দেশ > ঢাকা

৪ ঘণ্টা পর গুলশানের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাশের একটি ১২ তলা ভবনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত ১১টার পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনউদ্দিন। এ ঘটনায় এখনো পর্যন্ত শিশুসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। কেউ আটকা পরা নেই। আমরা তারপরও ভেতরে তল্লাশি করে দেখছি।’ 

ফায়ার সার্ভিসের ডিজি আরও বলেন, ‘ভবনে প্রবেশের যে গলি সেটি সরু হওয়াতে এখানে প্রবেশ করতে সমস্যা হয়েছে। পানি দিতেও আমাদের সমস্যা হয়েছে। তারপরও আমরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছি।’ 

বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মমিনুল আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর শুনে সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে এখানে চলে আসি। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কেউ আটকা পরে আছে কিনা তা এখন প্রতিটি ফ্লোরে গিয়ে ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর সদস্যরা দেখছেন।’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর ভবন থেকে বেশ কয়েকজন লাফ দিয়ে নিচে পড়েন। তাঁরা গুরুতর আহত হয়েছেন। তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত