হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ১১ 

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই যাত্রী নিহত হয়েছেন। সেই সঙ্গে এ দুর্ঘটনায় আহত কমপক্ষে ১১ জন। 

আজ রোববার ভোর ৪টার দিকে গজারিয়া উপজেলার বক্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় দুলাল মিয়া (৪৭) ও মো. হোসাইন (১০) নামের এক শিশু নিহত হয়। নিহত দুলাল কুমিল্লার তিতাস থানার উত্তর বলরামপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে এবং শিশু হোসাইন একই গ্রামের আক্তার হোসেনের ছেলে। 

আহতেরা হলেন—প্রবাসী আব্দুল মোমেন (৩০), তাঁর স্বজন মোহাম্মদ গিয়াস উদ্দিন (৫০), আক্তার হোসেন (৩৫), রুবেল কর্মকার (৩৬), মো. জহিরুল ইসলাম (৩৫), মাহবুব হাসান (৩০), মো. ঈশান (১৪), মারিজিন (১০), মো. মেহেদি হাসান (২২) নাসরিন বেগম (৪৫) ও অজ্ঞাতপরিচয় এক যুবক (২৭)। তাঁদের প্রত্যেকের বাড়ি তিতাস থানার উত্তর বলরামপুর গ্রামে বলে জানা গেছে। তাঁদের মধ্যে প্রথম ছয়জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। 

পুলিশ বলছে, প্রবাসী আব্দুল মোমেন একটি হাইয়েস গাড়িতে স্বজনদের নিয়ে এয়ারপোর্ট থেকে কুমিল্লার বাড়ির দিকে যাচ্ছিলেন। শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে তাঁদের গাড়িটি গজারিয়ার বক্তারকান্দি এলাকায় পৌঁছায়। এ সময় কুমিল্লাগামী একটি কাভার্ড ভ্যান গাড়িটিকে ধাক্কা দিলে গাড়িটি ছিটকে গিয়ে ঢাকামুখী সড়কে চলে যায়। সেখানে গিয়ে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গাড়িতে থাকা যাত্রী, চালকসহ ১৩ জন আহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. রিয়াদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মাইক্রোবাসটি কুমিল্লার দিকে যাচ্ছিল। পরে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে মাইক্রোবাসটি বিপরীত দিকে ঢাকামুখী সড়কে চলে যায়। সেখানে শান্তি পরিবহন নামে একটি বাসের সঙ্গেও ধাক্কা লাগে। তবে বাসের যাত্রীরা অক্ষত ছিল।’ 

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস এম রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘লাশগুলো এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। বাস ও মাইক্রোবাসটি পুলিশ ফাঁড়ির হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ