হোম > সারা দেশ > ঢাকা

৯৯৯–এ কল পেয়ে তলা ফেটে সাগরে ডুবতে থাকা ট্রলার থেকে ১৮ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল পেয়ে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া একটি ফিশিং ট্রলারের তলা ফেটে ডুবতে থাকা একটি ট্রলার থেকে ১৮ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ রোববার জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। 

আনোয়ার সাত্তার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ গতকাল শনিবার দুপুরে এক জেলে ফোন দিয়ে বলেন, ‘আমি সাগর থেকে বলছি, তলা ফেটে আমাদের মাছ ধরার বোট ডুবে যাচ্ছে, আমরা কুতুবদিয়ার কাছাকাছি আছি, আমাদের উদ্ধারের ব্যবস্থান নিন দয়া করে।’ 

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কল টেকার কনস্টেবল জুয়েল সেন। জুয়েল তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ এবং কুতুবদিয়া কোস্টগার্ডে ঘটনাটি জানিয়ে উদ্ধারের ব্যবস্থার জন্য বলেন। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এস আই মো. নাসির উদ্দীন উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূল নিকটবর্তী এলাকা থেকে ১৮ জন জেলেকে উদ্ধার করে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়। জানা যায়, ফিশিং ট্রলারটি গত ৪ আগস্ট চট্টগ্রামের ফিশারিঘাট থেকে মাছ ধরার উদ্দেশে সাগরে রওনা দিয়েছিল। জেলেরা লক্ষ্মীপুরের কমলনগরের বলে জানা যায়।

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন