সাভারে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বেলা ১টার দিকে আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম (২৪) চাঁপাইনবাবগঞ্জের চর ধরমপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লায় থেকে ফিউচার ডেন্টাল নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
ফিউচার ডেন্টালের মালিক বেলাল উদ্দিন বলেন, আজ বৃহস্পতিবার ২টার দিকে পৌর এলাকার সুপার মেডিকেল সার্ভিস হাসপাতাল থেকে তাঁকে জানানো হয়, শহিদুল গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর পেটে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পেয়ে ওই হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেলাল উদ্দিন আরও বলেন, আজ বেলা ১টা থেকে দেড়াটার মধ্যে শহিদুল আমতলা এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর পকেট থেকে মোবাইল ছিনতাইয়ের চেষ্টার সময় তিনি বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে ছিনতাইকারীরা পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে শহিদুলকে যে কেউ ছুরিকাঘাত করে থাকতে পারে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।