হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় দম্পতিকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দুজন রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­

রিমান্ডে নেওয়া মোবারক হোসেন (১৮) ও রবি রায় (১৯)। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দুজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।

তাঁরা হলেন মোবারক হোসেন (১৮) ও রবি রায় (১৯)। স্থানীয় কিশোর গ্যাংয়ের সঙ্গে তাঁদের ওঠাবসা ছিল।

সোমবার বিকেলে দুজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই দ্বীন ইসলাম তাঁদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আতিকুর রহমান দুজনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

গত সোমবার রাতে কিশোর গ্যাং সদস্যরা উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এ সময় রিকশা থেকে মকবুল ও তাঁর স্ত্রী নাসরিন আক্তার ইপ্তি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের ২০ থেকে ২৫ সদস্য এক দম্পতির ওপর হামলা করে ও প্রকাশ্যে কোপাতে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক একজন পুরুষ ও তাঁর স্ত্রীকে রামদা দিয়ে কোপাচ্ছেন। এ সময় জীবন বাঁচাতে ওই নারী হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চান। একপর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা হয়।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু