হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত (২০) মারা গেছেন। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আহত কলেজছাত্র সীমান্ত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় স্বজনেরা এখনো অভিযোগ জানাননি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা আহত হওয়ার পরপরই ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’

নিহতের স্বজনরা জানায়, সীমান্ত রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে শহরের মিন্নত আলী মাজারের সামনে একদল ছিনতাইকারী তাঁকে ছুরিকাঘাত করে। ওয়াজেদ সীমান্ত শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে।

হাজী আলম সাংবাদিকদের বলেন, সকালে ক্যাম্পাসে যাওয়ার সময় মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীরা পথরোধ করে সীমান্তের ব্যাগ, মোবাইল ফোন টানাটানি করে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে আহত করে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তার মৃত্যু হয়।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে