হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত (২০) মারা গেছেন। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আহত কলেজছাত্র সীমান্ত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় স্বজনেরা এখনো অভিযোগ জানাননি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা আহত হওয়ার পরপরই ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’

নিহতের স্বজনরা জানায়, সীমান্ত রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে শহরের মিন্নত আলী মাজারের সামনে একদল ছিনতাইকারী তাঁকে ছুরিকাঘাত করে। ওয়াজেদ সীমান্ত শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে।

হাজী আলম সাংবাদিকদের বলেন, সকালে ক্যাম্পাসে যাওয়ার সময় মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীরা পথরোধ করে সীমান্তের ব্যাগ, মোবাইল ফোন টানাটানি করে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে আহত করে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তার মৃত্যু হয়।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক-২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ