হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি আশরাফের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান। ছবি: সংগৃহীত

নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আশরাফ খানের (দিলীপ) ঢাকা ও নরসিংদীর বিভিন্ন জায়গার ২ দশমিক ৪১ একর জমি ও গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন ব্যাংকের ৩০টি হিসাবে থাকা অর্থ অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান।

দুদকের আবেদন থেকে জানা যায়, আশরাফের জমি ও ফ্ল্যাটের দলিল মূল্য ৪ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৭২০ টাকা ও তাঁর ৩০টি হিসাবে ৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার ৩০৭ টাকা রয়েছে।

এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম।

দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিপুল আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলা চলমান রয়েছে। মামলার তদন্তকালে বর্ণিত সম্পদের তথ্য পাওয়া যায়। বিচার শেষ হওয়ার আগে এসব সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর, স্থানান্তর কিংবা রূপান্তর করতে না পারেন, সে জন্য তা জব্দ ও অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি