হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সাবেক পাটমন্ত্রী দস্তগীর গাজী ৬ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র রোমান মিয়া নিহতের ঘটনায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মহসিনের আদালতে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রশীদ রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সাবেক এই মন্ত্রীকে আদালতে আনা–নেওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে বিএনপি কর্মী সমর্থক ও বিএনপিপন্থী আইনজীবীরা।

গতকাল শনিবার রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

এর আগে ২০ আগস্ট নিহত স্কুলছাত্রের খালা রিনা খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে বিসিবি পরিচালক গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের খবরে ছাত্র-জনতার মিছিল চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে রূপগঞ্জের চনপাড়া এলাকায় হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। গুলিতে আহত হয় রোমান মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর