হোম > সারা দেশ > ঢাকা

মায়ের সঙ্গে রাস্তায় হাঁটছিল শিশু আছিয়া, প্রাণ গেল অটোরিকশাচাপায়

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় বাসার পাশে মায়ের সামনে সিএনজিচালিত অটোরিকশার চাপায় ৪ বছর বয়সী শিশু বিবি আছিয়া নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। 

নিহত শিশুটি ভোলা জেলার দুলারহাট উপজেলার চর তোফাজ্জার গ্রামের জামাল হোসেন ও তানসু আক্তারের মেয়ে। শিশুটি উত্তরা ৯ নম্বর সেক্টরে একটি বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকত। 

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৩৬ নম্বর বাসার সামনে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। 

সেক্টরের কয়েকজন বাসিন্দা আজকের পত্রিকাকে জানান, বাসার সামনের রাস্তায় মায়ের সঙ্গে হাঁটছিল শিশু আছিয়া। হঠাৎ একটি দ্রুতগামী অটোরিকশা আছিয়াকে চাপা দেয়। পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়। 

বাসিন্দারা আরও জানান, দুর্ঘটনার পরপরই অটোরিকশাচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকার বাসিন্দারা সেটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বাসার সামনে শিশুটি তার মায়ের হাত ধরে হাঁটছিল। হঠাৎ একটি অটোরিকশা শিশুটিকে চাপা দিলে সে মারা যায়। অটোরিকশাটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় কোনো মামলা করা হয়নি।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ