হোম > সারা দেশ > নরসিংদী

রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে বাংলাদেশি ছাত্রের মৃত্যু, লাশের অপেক্ষায় পরিবার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরার ছেলে সোয়াইব আহমেদ রাকিব (২৭) রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে মারা গেছেন। গত ১৬ জুলাই ওই দেশের রাজধানী মস্কোতে তাঁর মৃত্যু হয়েছে। রাকিবের লাশের অপেক্ষায় দিন গুনছে পরিবার। 

রাকিব রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামের আবুল কাশেম ও রাশিদা আক্তার রুনো দম্পতির ছেলে। মৃত্যুর খবরে তাঁর বাড়িতে চলছে শোকের মাতম। নিহত সন্তানের লাশের অপেক্ষায় প্রহর গুনছেন রাকিবের মা-বাবা। 

রাকিবের মা রাশিদা আক্তার বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য রাশিয়ায় পাঠিয়েছি। এখন সব শেষ। ছেলের লাশটা দেখতে চাই।’ 

রাকিবের পরিবারের লোকজন জানান, রাকিব বাংলাদেশর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশ করে দেড় বছর আগ উচ্চশিক্ষার জন্য রাশিয়ায় যান। রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে খণ্ডকালীন সময়ে চাকরি নেন। চাকরিতে কাজ করা অবস্থায় গত ১৬ জুলাই মস্কোর একটি এলাকায় কোয়াটারে মশানাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট দূতাবাস থেকে পরিবারকে জানানো হয়েছে। 

রাকিবের সঙ্গে থাকা ভারতীয় দুই নাগরিকও বিষক্রিয়ায় আহত হন। তাঁদের মধ্যে একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে, অপরজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলেও রাকিবের পরিবারকে জানানো হয় দূতাবাস থেকে। 

নিহতের মামাতো ভাই রাসেল খন্দকার বলেন, ‘খবর আসে গত ১৬ জুলাই রাশিয়ার রাজধানী মস্কো এলাকায় কোয়াটারে মশানাশক স্প্রে করার সময় রাকিব বিষক্রিয়ায় আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’ 

রাকিবের মামা আবুল বাশার খন্দকার বলেন, ‘ঘটনার পর আমরা লাশের অপেক্ষায় আছি। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি