হোম > সারা দেশ > নরসিংদী

রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে বাংলাদেশি ছাত্রের মৃত্যু, লাশের অপেক্ষায় পরিবার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরার ছেলে সোয়াইব আহমেদ রাকিব (২৭) রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে মারা গেছেন। গত ১৬ জুলাই ওই দেশের রাজধানী মস্কোতে তাঁর মৃত্যু হয়েছে। রাকিবের লাশের অপেক্ষায় দিন গুনছে পরিবার। 

রাকিব রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামের আবুল কাশেম ও রাশিদা আক্তার রুনো দম্পতির ছেলে। মৃত্যুর খবরে তাঁর বাড়িতে চলছে শোকের মাতম। নিহত সন্তানের লাশের অপেক্ষায় প্রহর গুনছেন রাকিবের মা-বাবা। 

রাকিবের মা রাশিদা আক্তার বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য রাশিয়ায় পাঠিয়েছি। এখন সব শেষ। ছেলের লাশটা দেখতে চাই।’ 

রাকিবের পরিবারের লোকজন জানান, রাকিব বাংলাদেশর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশ করে দেড় বছর আগ উচ্চশিক্ষার জন্য রাশিয়ায় যান। রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে খণ্ডকালীন সময়ে চাকরি নেন। চাকরিতে কাজ করা অবস্থায় গত ১৬ জুলাই মস্কোর একটি এলাকায় কোয়াটারে মশানাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট দূতাবাস থেকে পরিবারকে জানানো হয়েছে। 

রাকিবের সঙ্গে থাকা ভারতীয় দুই নাগরিকও বিষক্রিয়ায় আহত হন। তাঁদের মধ্যে একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে, অপরজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলেও রাকিবের পরিবারকে জানানো হয় দূতাবাস থেকে। 

নিহতের মামাতো ভাই রাসেল খন্দকার বলেন, ‘খবর আসে গত ১৬ জুলাই রাশিয়ার রাজধানী মস্কো এলাকায় কোয়াটারে মশানাশক স্প্রে করার সময় রাকিব বিষক্রিয়ায় আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’ 

রাকিবের মামা আবুল বাশার খন্দকার বলেন, ‘ঘটনার পর আমরা লাশের অপেক্ষায় আছি। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু