হোম > সারা দেশ > গাজীপুর

রেলব্রিজে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল ৫ স্লিপার

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গোলাঘাট এলাকার মাটিকাটা নদীর ওপর নির্মিত রেলব্রিজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ব্রিজের পাঁচটি স্লিপার পুড়ে গেছে। এতে করে ট্রেন চলাচল ঝুঁকির মধ্যে ছিল। ঝুঁকি সারতে পুড়ে যাওয়া স্লিপার দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নতুন স্লিপার লাগিয়েছে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ। 

আজ সোমবার ভোরে উপজেলার গোলাঘাট এলাকার রেলব্রিজে দুর্বৃত্তরা আগুন দেয়। রেলওয়েসংশ্লিষ্টরা রাতের পাহারার সময় আগুনের বিষয়টি দেখতে পায়। পরে স্থানীয় ও রেলওয়েসংশ্লিষ্টরা আগুন নিভিয়ে ফেলে। 

কাওরাইদ রেলওয়ের স্টেশন এলাকায় দায়িত্বে থাকা মিস্ত্রি মো. সোহেল মিয়া বলেন, আমাদের রেলওয়ের কয়েকজন কর্মচারী নিয়মিত রেললাইন পাহারা দিচ্ছেন। ভোরে ব্রিজে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন নিয়ে আগুন নেভানো হয়েছে। আগুনে রেলব্রিজের পাঁচটি স্লিপার পুড়ে গেছে। স্লিপার পুড়ে যাওয়ার ফলে ট্রেন চলাচলে ঝুঁকি থাকায় দ্রুত সময়ের মধ্যে পুড়ে যাওয়া স্লিপার খুলে নতুন স্লিপার লাগানো হয়েছে। 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ জানান, রেলসেতুতে দুর্বৃত্তরা ভোরে আগুন দিয়েছিল। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। 
 
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, ভোররাতে দুর্বৃত্তরা রেলসেতুতে আগুন দিয়েছিল। স্থানীয়রা আগুন নেভান। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু