হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর দক্ষিণখানে হোটেলে বিস্ফোরণ, দগ্ধ ৩

ঢামেক প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখান কসাইবাজার এলাকায় একটি খাবারের দোকানে বিস্ফোরণে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

আজ সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—গৃহিণী মারিয়া আক্তার (২০), তাঁর খালাতো ভাসুর বেসরকারি চাকরিজীবী নবীন হোসেন (৩০) এবং দোকান কর্মচারী মামুনুর রশিদ (৩৬)। 

তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া আশিক মাহমুদ নামে এক ব্যক্তি জানান, তাঁর ছোট ভাইয়ের স্ত্রী মারিয়া এবং খালাতো ভাই নবীন। থাকেন কসাইবাজার ক্যাবের কলোনিতে। বিকেলে মারিয়া ও নবীন কসাইবাজার রেলগেট সংলগ্ন একটি খাবারের দোকানে গিয়েছিলেন আলুর চপ, বেগুনি কিনতে। ওই সময় সেখানে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তবে বিস্ফোরণের উৎস বা কারণ সম্পর্কে কিছু জানেন না তিনি। 

দগ্ধ মামুনুর রশিদের বড় ভাই মো. হানিফ জানান, ওই এলাকাতেই একটি গ্যাসের দোকানে চাকরি করেন মামুনুর। বিকেলে দোকানটিতে নাস্তা খেতে গিয়েছিলেন। 

ঢামেক হাসপাতালরর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানান, মারিয়ার শরীরের ২৫ শতাংশ আর নবীনের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের দুজনকে ভর্তি রাখা হয়েছে। আর মামুনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ